বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সংবাদ-ছবি বর্জনের ঘোষণা

সাংবাদিকদের অপমান করার অভিযোগ তুলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সংবাদ ও ছবি গণমাধ্যমে প্রকাশ না করার ঘোষণা দিয়েছেন বগুড়ার সাংবাদিকরা।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 03:16 PM
Updated : 9 Jan 2018, 03:30 PM

বগুড়া জেলা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব জানান, মঙ্গলবার তাদের কার্যালয়ে অ্যাসোসিয়েশনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সাংবাদিক ইউনিয়নও একাত্মতা ঘোষণা করেছে।  

তিনি অভিযোগ করেন, সোমবার আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ফটো জার্নালিস্টসহ সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।

“সভা শুরু হওয়ার আগেই জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান শাহীন মাইকে ঘোষণা দিয়ে ফটো সাংবাদিক ও রিপোর্টারদের বের হয়ে যেতে বলেন।” এর প্রেক্ষিতে অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

সাজ্জাদ হোসেন বলেন, “অনুষ্ঠানে ফটো জার্নালিস্টদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাছাড়া এটা আমাদের পেশাগত দায়িত্ব। যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান শাহীন এ ধরনের ঘোষণা দিয়ে  গোটা গণমাধ্যমকর্মীদের অপমান করেছেন। তাই আমরা স্বেচ্ছাসেবক লীগের  ছবি বর্জনের ঘোষণা দিয়েছি। ”

তাদের সঙ্গে সংবাদ বর্জনের ঘোষণা দিয়ে বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গণেশ দাসও একাত্মতা প্রকাশ করেছেন বলে জানান সাজ্জাদ।

বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু বলেন, “স্বেচ্ছাসেবক লীগের এ ধরনের ঘোষণা গণমাধ্যকর্মীদের হেয় করেছে। তাই সংগঠনের সভাপতি হিসেবে স্বেচ্ছাসেবক লীগের সংবাদ বর্জনের সমর্থন দিয়েছি।”

জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুর রহমান দুলুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।