শেরপুরে গৃহবধূ হত্যায় স্বামীর প্রাণদণ্ড

শেরপুরে সাত বছর আগে গৃহবধূকে কুপিয়ে হত্যায় তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 02:02 PM
Updated : 9 Jan 2018, 02:02 PM

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন আসামি সোহেল রানার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সোহেল শ্রীবরদী উপজেলার মাধবপুর গ্রামের ছাবেদ আলীর ছেলে।

রায়ে আসামি সোহলকে একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে ওই আদালতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, “পারিবারিক কলহের জেরে ধরে ২০১১ সালের ২৯ অগাস্ট শ্বশুরবাড়িতে স্ত্রী আফরোজা বেগমকে গলাকেটে হত্যা করেন স্বামী সোহেল রানা। এ ঘটনায় সোহেল ও তার বাবা-মাসহ চারজনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা করেন নিহতের বাবা।

“ঘটনার দিন আটক সোহেল পরে আদালতে স্ত্রী হত্যায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ সোহেলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।”

মামলার বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত সোহেলকে প্রাণদণ্ড দেয় বলে জানান তিনি।