সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে নৌপুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 05:06 AM
Updated : 9 Jan 2018, 05:06 AM

শরণখোলা থানার ওসি কবিরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে শরণখোলা রেঞ্জের শেলা নদীতে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ  (৩৮) সুন্দরবনের ‘বনদস্যু ছোট বাহিনীর সক্রিয় সদস্য’ বলে দাবি করলেও পুলিশ তার ঠিকানা জানাতে পারেনি।

ওসি কবিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরবনের নদীখালে মাছ শিকারে যাওয়া জেলেনৌকায় বনদস্যুরা ডাকাতি করছে এমন গোপন খবর পেয়ে নৌপুলিশের একটি দল অভিযানে যায়।

“বনদস্যুরা পুলিশের দিকে গুলি ছুড়তে শুরু করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কয়েক মিনিট গুলিবিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে। পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।”

পরে জেলেরা তাকে ফরিদ বলে শনাক্ত করে বলে জানান ওসি কবিরুল।

তিনি বলেন, ফরিদ বনদস্যু ছোট বাহিনীর সক্রিয় সদস্য। সম্প্রতি ‘ছোট’ নামে এক ব্যক্তি বনদস্যু বাহিনী গড়ে তুলে সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায় করছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল।

ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান।