পাটুরিয়ায় ৩ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 03:04 AM
Updated : 8 Jan 2018, 03:07 AM

দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সোমবার সকাল সাড়ে ৫টায় কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়। হঠাৎ কুয়াশা শুরু হওয়ায় মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি।

“সকাল সাড়ে ৮টায় কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করে। তবে ঘাটে যানবাহনের চাপ নেই। শুধু অল্পকিছু ট্রাক আছে।”

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি। শীত মৌসুমে এসব পথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বাধাগ্রস্ত হয়।