বগুড়ার সেই ‘মৃত্যুকূপ’ থেকে মানুষের হাড় উদ্ধার

বগুড়ার রেলওয়ে স্টেশনের এসডিও বাংলোর বধ্যভূমি ‘মৃত্যুকূপ’ থেকে মানুষের হাড় ও চুল উদ্ধার করা হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2018, 03:40 PM
Updated : 8 Jan 2018, 01:35 PM

রোববার বগুড়ার জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী এ কথা জানান।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের দলিল পত্র’ বইয়ে উল্লেখিত বগুড়ায় সেই বধ্যভূমির সন্ধানে গত বছরের ১৪ ডিসেম্বর ‘মৃত্যুকূপটি’ খনন শুরু হয়েছিল। এরপর দুদফায় পাঁচ দিন খননের পর এ কাজ বন্ধ রাখা হয় শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনায়।

“গত শুক্রবার থেকে আবার শুরু হয় খনন কাজ। প্রায় ৩৫ ফুট খননের পর কিছু হাড় ও একটি কাপড়ের অংশ পাওয়া যায়। বগুড়া মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের পর্যবেক্ষন করে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে কূপ থেকে পাওয়া হাড় ও চুল মানুষের।”

ফরেনসিক মেডিসিনের প্রভাষক মিজানুর রহমান মিশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার ‘মৃত্যুকুপ’থেকে পাওয়া হাড় ও চুলগুলো শিশুসহ একাধিক মানুষের। এসব হাড় মানুষের পাঁজর, হাত ও পায়ের।”

তবে ডিএন টেস্টের আগে হাড় ও চুলগুলো কত পুরাতন বা নারী-পুরুষের তা নিশ্চিত হওয়া যাবে না বলে জানান তিনি।