ধামরাইয়ে পরিত্যক্ত কারখানায় দুই নিরাপত্তাকর্মীর লাশ

ঢাকার ধামরাইয়ে একটি পরিত্যক্ত পানি কারখানা থেকে দুই নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ, যাদের কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2018, 11:29 AM
Updated : 6 Jan 2018, 11:29 AM

শনিবার দুপুরে ধামরাইর সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় মীর মোশারফ আলীর মালিকানাধীন ‘সুইডিস বেভারেজ অ্যান্ড ফুড লিমিটেডের’ পরিত্যক্ত কারখানা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে ধামরাই থানার পরিদর্শক জাকারিয়া হোসাইন জানান।

নিহতরা হলেন, মানিকগঞ্জের রাজা মিয়া (৫৫) ও বগুড়ার শহিদ হোসেন (৩৫)। তারা কারখানার ভেতরেই বসবাস করতেন।

এ ঘটনায় তাদের আরেক সহকর্মী বালা মোল্ল্যাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পরিদর্শক জাকারিয়া বলেন, কারখানাটিতে কোনো সাইনবোর্ড না থাকলেও তা ‘সুইডিস বেভারেজ অ্যান্ড ফুড লিমিটেড’ বলে জানা গেছে।

“পরিত্যক্ত কারখানার ভেতরে নানা অপকর্মে জড়িত ছিল নিরাপত্তাকর্মীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের যেকোনো সময় বহিরাগতদের সঙ্গে কোন্দলের জেরে দুই নিরাপত্তাকর্মীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।”

তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরেক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। তিনি একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছেন।