টেকনাফে ৭ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাত লাখ চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2018, 08:46 AM
Updated : 6 Jan 2018, 08:46 AM

শনিবার উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম।

তবে পাচারকারী কাউকে আটক সম্ভব হয়নি বলে জানান তিনি।

কর্নেল আরিফুল বলেন, ভোর রাতে কাটাবুনিয়া এলাকায় মেরিন ড্রাইভে সন্দেহভাজন ৫/৬ জন লোককে হেঁটে যেতে দেখে বিজিবির টহল দলের সদস্যরা থামার সংকেত দেন।

“এ সময় বিজিবির সদস্যদের দেখে লোকগুলো মাথায় থাকা একটি বস্তা ফেলে গ্রামের ভেতর ঢুকে পড়ে।”

আরিফুল বলেন, বিজিবির সদস্যরা পাচারকারীদের ধাওয়া দিলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা খুলে পাওয়া যায় ৭ লাখ ৪০ হাজার ইয়াবা। ইয়াবাগুলোর মূল্য ২২ কোটি ২২ লাখ টাকা।

উদ্ধার ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক আরিফুল।