খুলনায় ২ দিনের রসমেলা

পৌষের হাড় কাঁপানো শীতের মধ্যে খুলনায় শুরু হয়েছে দুই রসমেলা।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2018, 02:22 PM
Updated : 6 Dec 2019, 12:19 PM

শুক্রবার মহানগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীতে এ রসমেলার উদ্বোধন করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু।

পৌষের দ্বিতীয়ার্ধে এসে দেশের ছয় বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ; সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে সাড়ে ৬ ডিগ্রি সেলসিয়াসে। এই শৈত্য প্রবাহ আরও দুই এক দিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

খুলনা ‘ফুড ব্লগারস’ নামে একটি সংগঠন এ মেলার আয়োজন করেন।

‘ফুড ব্লগারসের’ প্রতিষ্ঠাতা স্বপ্নীল মাহফুজ বলেন, খুলনায় প্রথমবারের মত আয়োজন করা হয়েছে রসমেলা। শীতে খেজুর গাছের রস গ্রামীণ ঐতিহ্য। শহরে জীবনে হারাতে বসেছিল এ ঐহিত্য। সেটা ফিরিয়ে আনতেই এই রসমেলা।

দু দিনের এ মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলার বিভিন্ন স্টলে খেজুর রসসহ হরেক রকম রসের পিঠার পাওয়া যাচ্ছে বেচল জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা ফুড ব্লগারসের আরেক প্রতিষ্ঠাতা ইউশা মাহফুজ, মাদক বিরোধী সংগঠন ‘সিয়ামের’ নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ ও চ্যানেল আই ক্ষুদে গানরাজ রাতুল।