শাবি ক্যাম্পাস ধূমপানমুক্ত ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ‘ধূমপানমুক্ত’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2018, 05:16 PM
Updated : 4 Jan 2018, 05:16 PM

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের সকল টং, ক্যাফেটেরিয়া, হলের ডাইনিং ও ক্যান্টিন মালিকদের বিষয়টি অবহিত করেন প্রক্টর জহির উদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইনে বিশ্ববিদ্যালয়কে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যাবতীয় তামাকজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হলো।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোথাও তামাকজাতীয় দ্রব্য বিক্রয় করতে দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

২০১৪ সালে প্রথম খোলামেলা পরিবেশে ক্যাম্পাসে ধূমপানে নিষেধাজ্ঞা জারি করেন তৎকালীন প্রক্টর এমদাদুল হক।

এর তিন বছর পর কর্তৃপক্ষ সম্পূর্ণ ক্যাম্পাস ধূমপানমুক্ত ঘোষণা করল।