কুড়িগ্রামে ঠাণ্ডায় এক শিশুর মৃত্যু

কুড়িগ্রামে তীব্র ঠাণ্ডায় ডায়রিয়া আক্রান্ত হয়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2018, 03:14 PM
Updated : 5 Jan 2018, 04:34 AM

বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।   

শিশু মীম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুলবুলের মেয়ে।

কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আনোয়ারুল হক বলেন, “তীব্র শীতে ডায়রিয়ায় আক্রান্ত মেয়েটিকে সকাল ১০টায় হাসপাতালে আনা হয়েছে। আধাঘণ্টা পরেই সে মুত্যুর কোলে ঢলে পড়ে।”

ডা. আনোয়ারুল হক বলেন, মেয়েটিকে শেষ মূহূর্তে ভর্তি করা হয়েছিল। সচেতন বাবা-মায়ের উচিৎ খারাপ পরিস্থিতি হলেই সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে আসা।

তিনি আরও জানান, শীত মোকাবেলায় হাসপাতালে প্রয়োজনীয় ওষুধপত্রের মজুদ নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন রোগে বর্তমানে হাসপাতালে প্রায় দেড় শতাধিক রোগী ভর্তি রয়েছে।

দুদিন ধরে কুড়িগ্রামে কনকনে শীত পড়ছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় দরিদ্র খেটে খাওয়া মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শীতজনিত নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ।

বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বলে রাজারহাট আবহাওয়া অফিস জানিয়েছে।