মেঘনায় টহল ট্রলার ডুবে কনস্টেবল নিখোঁজ

মুন্সীগঞ্জ সদরে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌ পুলিশের টহল ট্রলার ডুবে এক কনস্টেবল নিখোঁজ হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2018, 10:18 AM
Updated : 4 Jan 2018, 12:28 PM

বৃহস্পতিবার উপজেলার মেঘনা নদীর কালিপুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে চর আব্দুল্রাহ পুর নৌ-পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই আতিক জানান।

নিখোঁজ ইব্রাহিম চর আব্দুল্লাহ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

এ ঘটনায় ব্লাকহেডের চালক, সুকানিসহ চারজনকে আটক করা হয়েছে।

এসআই আতিক জানান, সকালে নৌ পুলিশের একটি দল ট্রলারে করে নদীতে টহল দিচ্ছিল। কালিপুরা এলাকায় একটি খালি বাল্কহেড ও ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা এএসআই রবিউল এবং কনস্টেবল ইউসুফ ও ইব্রাহীম নদীতে পড়ে যায়।

“এএসআই রবিউল ও কনস্টেবল ইউসুফ সাঁতরে পাড়ে উঠতে পারলেও ইব্রাহিম নিখোঁজ হন।”

তার সন্ধানে ঢাকা ফায়ার সার্ভিসের ডুবরি দল সন্ধান চালাচ্ছে বলে জানান তিনি।