লাইন ফেটে আগুন, হবিগঞ্জ শহরে গ্যাস সরবরাহ বন্ধ

ইন্টারনেট ক্যাবল স্থাপনের সময় পাইপ ফেটে আগুন ধরে হবিগঞ্জ শহরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2018, 11:35 AM
Updated : 2 Jan 2018, 11:36 AM

মঙ্গলবার দুপুরে শহরের পোদ্দার বাড়ি সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জালালাবাদ গ্যাস কোম্পানির ম্যানেজার দেলোয়ার হোসেন জানান।

স্থানীয়রা জানায়, দুপুরে শহরের পোদ্দার বাড়ি সিএনজি পাম্প এলাকায় একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ফাইবার অপটিক্যাল ক্যাবল স্থাপনের জন্য রাস্তার পাশে মাটি খুঁড়ছিল।এ সময় অসাবধানতাবশত খনন যন্ত্রের আঘাতে গ্যাসের প্রধান সঞ্চালন লাইনে পাইপ ফেটে সেখানে আগুন ধরে যায়।

খবর পেয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ প্রধান সঞ্চালন লাইন বন্ধ করে দেয়।

দেলোয়ার হোসেন বলেন, শহরের গ্যাসের প্রধান সরবরাহ লাইনের উপর খনন কাজ চলছে। অথচ জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে কেউ জানায়নি।

এ ব্যাপারে ক্যাবল স্থাপন কোম্পানির ইনচার্জ মাহবুবুর রহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

জালালাবাদ গ্যাস কোম্পানির ডেপুটি ম্যানেজার মুরাদ হোসেন বলেন, পাইপের মেরামত কাজ শেষে রাতেই গ্যাস সরবরাহ চালু করা হবে।