গোপালগঞ্জে আধিপত্য বিস্তারের বিরোধে সংঘর্ষ, নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গোপালগঞ্জের মুকুসুদপুর উপজেলায় এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছে অন্তত বিশ জন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2018, 11:09 AM
Updated : 2 Jan 2018, 11:13 AM

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।    

মঙ্গলবার সকালে উপজেলার বাহারা গ্রামে এ ঘটনা ঘটে বলে মুকুসদুপর থানার ওসি মো. আজিজুর রহমান জানান।

নিহত ফায়েক মিয়া (৩৫) ওই গ্রামের রাজা মিয়ার ছেলে।

আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি আজিজুর বলেন, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আবু তৈয়ব মিয়া ও সরোয়ার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সকালে উভয় দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় সরোয়ারের সমর্থক ফায়েক মিয়া নিহত ও উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয় বলে জানান তিনি।

ওসি বলেন, এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনকে আটক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করে।