নেত্রকোণায় গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2018, 05:23 AM
Updated : 1 Jan 2018, 05:30 AM

মোহনগঞ্জ থানার পরিদর্শক আনসারী জিন্নত আলী জানান, রোববার রাত ১টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত লুফর রহমান ওরফে রিপুল (৪০) উপজেলার গাগলাজুর ইউনিয়নের চানপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

পরিদর্শক আনসারী বলেন, “রোববার বিকালে গোপন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় গাগলাজুর বাজার থেকে রিপুলকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে নামে।

“পুলিশ নয়াপাড়া এলাকায় পৌঁছালে তার সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় রিপুল গুলিবিদ্ধ হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে চিকিসক মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে জানিয়ে পরিদর্শক আনসারী বলেন, “রিপুল দুই মামলায় ১০ বছর করে সাজা মাথায় নিয়ে পলাতক  ছিলেন।

“সুনামগঞ্জের ধর্মপাশা ও জামালগঞ্জ, সিলেট, নেত্রকোণা সদর ও খালিয়াজুরীতে তার বিরুদ্ধে খুন ও ডাকাতির মামলা রয়েছে পাঁচটি। আর মোহনগঞ্জ থানায় চাঁদাবাজি, দস্যুতা, চুরি ও পুলিশ অ্যাসল্টের মামলা রয়েছে ১৪টি।”

লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক আনসারী জিন্নত আলী।