বেসরকারি মেডিকেলে বৃত্তিতে পড়বে ৩ দরিদ্র মেধাবী

দরিদ্র মেধাবৃত্তিতে বেসরকারি আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে খুলনা, যশোর ও সাতক্ষীরার তিন শিক্ষার্থী।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2017, 03:44 PM
Updated : 31 Dec 2017, 03:44 PM

কলেজটির উপাধ্যক্ষ মো. আশফাকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বৃত্তি পেয়েছেন খুলনার শারমিন আক্তার, যশোরের সাধনা বিশ্বাস ও সাতক্ষীরার মো. সাব্বির হোসেন।

আশফাকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ তিন শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফি নেওয়া হবে ১৯,০০০ টাকা, যা সরকারি মেডিকেলে নেওয়া হয়। কোনো বেতন নেওয়া হবে না। শুধু পরীক্ষার সময় ফি দিতে হবে।

তিনি বলেন, মেধাবৃত্তির বিজ্ঞাপন জারি করা হলে ৪৫ জন আবেদন করেছিল। এর মধ্যে ১৫ জনকে প্রাথমিকভাবে ডাকা হয়। পরে তাদের মধ্য থেকে এ তিনজনকে চূড়ান্ত করা হয়।

আশফাকুর রহমান বলেন, সরকারি নীতি অনুযায়ী প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজে মোট আসনের পাঁচ শতাংশ বরাদ্দ থাকে দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য, যারা সরকারি মেডিকেলের মতো কম খরচে পড়ার সুযোগ পাবে। অনেকেই হয়তো এ বিষয়টা জানে না।