কর দিতে হবে না সিরাজগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধাদের

সিরাজগঞ্জ পৌরসভায় বসবাসকারী মুক্তিযোদ্ধা পরিবারের কর দিতে হবে না নতুন বছর থেকে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2017, 11:06 AM
Updated : 31 Dec 2017, 11:06 AM

রোববার পৌরসভার হলরুমে এক অনুষ্ঠানে এ ঘোষণা করেন পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা।

তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। এ জন্য এখানে বসবাসকারী ২৪৫ মুক্তিযোদ্ধার পরিবারের পৌর কর মওকুফ করা হল। নতুন বছর থেকে তারা পৌর করের আওতামুক্ত থাকবেন।”

ইতোমধ্যে যে সকল মুক্তিযোদ্ধা মারা গেছেন, তাদের পরিবারও এ সুবিধা ভোগ করবেন বলে জানান মেয়র রউফ।    

পরে মুক্তিযোদ্ধাদের হাতে পৌর কর মওকুফের প্রত্যয়নপত্র তুলে দেন মেয়র। 

সভায় মুক্তিযোদ্ধা সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট আবু ইউসুফ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, কেএম হোসেন আলী হাসান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন ও পৌর সচিব লুৎফর রহমান বক্তব্য রাখেন।

এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।

সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি বলেন, “পৌরসভার এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। অভিনন্দন জানাই মেয়র ও পৌর কর্তৃপক্ষকে।”