জেএসসি: বরিশালে পাসের হার সর্বোচ্চ

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবার পাসের হার সবচেয়ে বেশি বরিশাল বোর্ডে। এবার এ বোর্ডে ৯৬ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2017, 10:06 AM
Updated : 30 Dec 2017, 10:49 AM

শনিবার প্রকাশিত এ ফলে এবার আট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩ দশকিম ৬৫।

এর মধ্যে ঢাকা বোর্ডে ৮১ দশমিক ৬৬, রাজশাহীতে ৯৫ দশমিক ৫৪, কুমিল্লায় ৬২ দশমিক ৮৩, যশোরে ৮৩ দশমিক ৪২, চট্টগ্রামে ৮২ দশমিক ১৭, সিলেটে ৮৯ দশমিক ৫৩, দিনাজপুরে ৮৮ দশমিক ৩৮ এবং মাদ্রাসা বোর্ডে ৮৬ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম সাংবাদিকদের এ ফলাফল জানান।

তিনি বলেন, এবার বোর্ডে পাসের হার এবং জিপিএ ৫ দুটোতেই এগিয়ে আছে মেয়েরা। 

এ বছর এক লাখ ১৮ হাজার ৩৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে এক লাখ ১৪ হাজার ৩৫ জন। উত্তীর্ণদের মধ্যে ৫৩ হাজার ২২৯ জন ছাত্র এবং ছাত্রী সংখ্যা ৬০ হাজার ৪০৬ জন।

এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১৫ হাজার ৫৭০ জন। এবার জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৩ হাজার ২০৮ জন আর ছাত্রী ৫ হাজার ২২৩ জন। 

এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৯৭ দশমিক ৩৮ ভাগ।