শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এনজিও কর্মী নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2017, 01:03 PM
Updated : 28 Dec 2017, 01:03 PM

বৃহস্পতিবার উপজেলার বরমী ইউনিয়ননের বালিয়া পাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই এসএম রাকিবুল আলম জানান।

নিহত মোবারক হোসেন (৩৮) কিশোরগঞ্জের বাজিতপুর সদরের আবুল হাসেমের ছেলে। তিনি বরমী ইউনিয়নের দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে (ডিএসকে) মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বরমী শাখার ব্যবস্থাপক ইব্রাহিম খলিল বলেন, মোবারক সকালে গোলাঘাট এলাকায় কিস্তির টাকা আদায় করতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যায়।।

এসআই রাকিবুলম বলেন, মোবারক সাইকেলে করে রেল লাই পার হওয়ার সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মার যান।

“কিছু সময় পর তার মরদেহের উপর দিয়ে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলে গেলে তা কয়েক খণ্ডে বিভক্ত হয়ে যায়।”

অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।