মহেশখালীর দুর্ঘটনাস্থলে বিমান বাহিনী প্রধান

কক্সবাজারের মহেশখালীতে দুইটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2017, 10:23 AM
Updated : 28 Dec 2017, 10:23 AM

বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন বলে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।

বিশেষ হেলিকপ্টারে আকাশে কয়েকবার চক্কর দিয়ে বিমান বাহিনীর প্রধান ওপর থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান তিনি।

বুধবার সন্ধ্যায় মহেশখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পালপাড়া ও ছোট মহেশখালীর মাইজপাড়ায় বিমানবাহিনীর দুইটি প্রশিক্ষণ বিমান আকাশে বিধস্ত হয়। দুই উড়োজাহাজের চার বৈমানিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

তবে দুর্ঘটনার সময় দৌড়ে পালাতে গিয়ে এবং বিধস্ত বিমানের ক্ষতিগ্রস্ত অংশ-বিশেষের আঘাতে আহত হন সাত এলাকাবাসী।

ওসি প্রদীপ বলেন, বিমান বাহিনী প্রধান হেলিকপ্টারে করে আকাশ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন। আকাশে কয়েকবার চক্কর দিয়ে তিনি ফিরে যান।

এছাড়া বিধস্ত বিমান দুটির ধ্বংসবাশেষ উদ্ধার কাজ চালাচ্ছে বিমান বাহিনীর একটি দল।

উদ্ধার দলের সদস্যরা বিভিন্নস্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়া বিমানের অংশ-বিশেষ খুঁজে বের করছে বলে জানান ওসি।