গীতিকার ও সুরকার বসুনিয়া আর নেই

বাংলাদেশ বেতারের সাবেক সঙ্গীত প্রযোজক, সুরকার, গীতিকার ও শিল্পী খাদেমুল ইসলাম বসুনিয়া আর নেই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী ‘আমার এদেশ সব মানুষের’ গানটির সুরকার।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2017, 07:19 PM
Updated : 27 Dec 2017, 07:20 PM
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সোয়া ১১টায় তার মৃত্যু ঘটে বলে এই শিল্পীর স্ত্রী মোর্শেদা জাহান জানিয়েছেন।

বসুনিয়ার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়ে রেখে গেছেন।

মোর্শেদা জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্বামী আগে থেকেই অ্যাজমা রোগে ভুগছিলেন। ২১ ডিসেম্বর  হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
“তার অবস্থার অবনতি হলে পরদিন থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।”

রংপুর বেতারের সাবেক সঙ্গীত প্রযোজক সিরাজ উদ্দিন বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে খাদেমুল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সঙ্গীতশিল্পী ছিলেন। তিনি ‘ছোটদের বড়দের সকলের, আমার এই দেশ সব মানুষের’ গানটির সুর করেন। এ গানটিতে সে সময় কণ্ঠ দিয়েছিলেন রথীন্দ্র নাথ রায়।”

খাদেমুল বাংলাদেশ টেলিভিশনেরও তালিকাভুক্ত সুরকার ও সঙ্গীতশিল্পী ছিলেন বলে জানান সিরাজ উদ্দিন।