ইঁদুর মারতে বিদ্যুতের ফাঁদ, কলেজ ছাত্রের মৃত্যু

গোপালগঞ্জে ইঁদুর মারা ফাঁদের বিদ্যুতের তারে জড়িয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2017, 12:45 PM
Updated : 27 Dec 2017, 12:45 PM

কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ি গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত পীযুষ ঢালী (১৮) পীড়ারবাড়ি গ্রামের হরিপদ ঢালীর ছেলে। তিনি মাদারীপুরের শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পীযুষের বাবা হরিপদ ঢালীর অভিযোগ, গ্রামের রানা মিয়া বোরো ধানের বীজতলায় ইঁদুরের উৎপাত বন্ধ করতে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতেন।

“রাতে পীযুষ ওই ধান ক্ষেতের পাশ দিয়ে বিলে মাছ ধরতে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।”

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ঘটনার পর থেকে রানা মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।