গোপালগঞ্জে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া খাদ্যগুদামের কর্মকর্তা মো. আব্দুর রশিদের বিরুদ্ধে আতপ চালের পরিবর্তে সেদ্ধ চাল সরবরাহের অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2017, 09:06 AM
Updated : 27 Dec 2017, 09:07 AM

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মাঈন উদ্দিন জানান, গুদামে আতপ চাল থাকলে আগে তা সরবরাহ করার নিয়ম রয়েছে। কিন্তু খাদ্যগুদাম কর্মকর্তা মো. আব্দুর রশি নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন বলে তিন সদস্যর একটি তদন্তদল প্রমাণ পেয়েছে।

তদন্ত প্রতিবেদন জেলা খাদ্যনিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে।

“প্রতি কেজি আতপ চালের দাম ৩০ টাকা। পক্ষান্তরে সেদ্ধ চালের কেজি ৪৯ টাকা। আতপ চালের পরিবর্তে সেদ্ধ চাল সরবরাহ করে ওই কর্মকর্তা লাভবান হওয়ার চেষ্টা চালিয়েছেন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।”

কী পরিমাণ সেদ্ধ চাল সরবরাহ করা হয়েছে এসব বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

ওই খাদ্যগুদামের কর্মচারীদের দাবি, আব্দুর রশিদ ৪৫ মেট্রিকটন আতপ চালের বদলে সেদ্ধ চাল সরবরাহ করেছেন। এজন্য প্রতিটনে তিনি পাঁচ হাজার টাকা উৎকোচ নিয়েছেন বলে তাদের অভিযোগ।

তবে আব্দুর রশিদ উৎকোচ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি গুদাম থেকে আতপ চালের পরিবর্তে সেদ্ধ চাল সরবরাহ করিনি।”