সখীপুরে কলেজ ছাত্রীকে মারধরের মামলার ৫ আসামি রিমান্ডে

টাঙ্গাইলের সখীপুরে দুই কলেজ ছাত্রীকে মারধরের মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2017, 09:45 AM
Updated : 26 Dec 2017, 10:07 AM

টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুপন কুমার দাস মঙ্গলবার তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো.আনোয়ারুল ইসলাম জানান।

আসামিরা হলেন- অন্তর হোসেন (২৫), জাহিদ হাসান (১৯), সাকিব আল হাসান (১৮), কাব্য (১৮) ও সিয়াম হাসান (২০)।

গত ২০ ডিসেম্বর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাস থেকে সখিপুর মহিলা কলেজের দুই ছাত্রী অটোভ্যানে করে সখীপুর বাজারে যাওয়ার পথে তিন মুখোশধারীর মারধরের শিকার হন।

সেদিন রাতে সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান বাদি হয়ে মামলা করেন। মামলার পর পরই ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ২১ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেছিল পুলিশ। সেই আবেদনের শুনানির দিন মঙ্গলবার ধার্য ছিল।

পরিদর্শক মো.আনোয়ারুল বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সখিপুর থানার এসআই মজিবর রহমান মঙ্গলবার সকালে পাঁচ আসামিকে আদালতে হাজির করেন। এ সময় জামিনের জন্য আবেদন করেন আসামিরা। 

শুনানি শেষে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে প্রত্যেককে একদিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন বলে আনোয়ারুল জানান।