ফিরে গেলেন ‘ভুল করে আসা’ ৩ বিএসএফ

‘ভুল করে’ বাংলাদেশে ঢুকে পড়া তিন বিএসএফ সদস্যকে রাজশাহীতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2017, 08:01 AM
Updated : 25 Dec 2017, 08:06 AM

জেলার চর মাঝাড়দিয়ার বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আবু তাহের জানান, সোমবার বেলা দেড়টায় বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

বিএসফের এসআই রমনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার সোমবার ভোরে জেলার পবা উপজেলার হারুডাঙ্গা এলাকায় ঢুকে পড়েন।

বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার বলেন, “হারুডাঙ্গায় সীমানা পিলার ভেঙে গেছে। এ কারণে ভুল করে বিএসএফের ৩৮ ব্যাটালিয়নের তিন সদস্য বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন।

“এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তাদের ফেরত দেওয়ার জন্য বিএসফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠকের আয়োজন করা হয়।”