শ্রীপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে তার নানা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2017, 03:39 PM
Updated : 24 Dec 2017, 03:39 PM

রোববার সন্ধ্যায় পৌর এলাকার সুতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন জানান।

নিহত সায়ক (৮) সুতাপাড়া গ্রামের হাবিবুর রহমান উদ্দিনের ছেলে। সে বেকাসাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

দগ্ধ তার নানা হযরত আলীকে (৬০) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আলীর ছেলে আবুল খায়ের বলেন, তাদের বাড়ি পৌর এলাকার উজিলাব গ্রামে। বোন ফজিলা বেগমের বাড়ির পাশে ধানের জমিতে কয়েকদিন ধরে ধান কাটা শুরু হয়েছে। রাতের বেলা ধান পাহারা দেওয়ার জন্য জমিতে অস্থায়ী ঘর বানিয়ে তার বাবা থাকতেন।

“প্রতিদিনের মত রোববার সন্ধ্যায় নাতি সায়ককে নিয়ে ঘুমাতে যান সেই ঘরে। রাতে মশার কয়েল থেকে খড় দিয়ে তৈরি ঘরে আগুন লাগে। এসময় বাবা ঘর থেকে বের হয়ে গেলেও সায়ক ঘুমে থাকায় বের হতে না পারায় পুড়ে মারা যায়।”

কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, সায়ক আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক হাবিবা সুলতানা জামান বলেন, হযরত আলী আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।