রংপুরে হিন্দু বাড়িতে হামলা: জেলা পরিষদ প্রকৌশলী গ্রেপ্তার

ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের মামলার এক আসমিকে গ্রেপ্তার করেছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2017, 03:29 PM
Updated : 24 Dec 2017, 03:29 PM

রোববার রাতে কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া এ কথা জানান।

গ্রেপ্তার ফজলার রহমান রংপুর জেলা পরিষদের উপ- সহকারী প্রকৌশলী। সদরের মোমিনপুরে তার বাড়ি।

গত ১০ নভেম্বর ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ঠাকুরপাড়ায় নয়টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক হামলাকারী নিহত এবং সাত পুলিশসহ ৩০জন আহত হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি এবং গঙ্গাচড়া থানায় আরেকটি মামলা করে পুলিশ। দুটি মামলায় ৬৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও দুই হাজারের বেশি লোককে আসামি করা হয়। 

ওসি বাবুল বলেন, কোতোয়ালি থানায় দায়ের করা মামলার আসামি ফজলার রহমানকে গত বৃহস্পতিবার রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়।

“সিটি ভোটের ঝামেলার পর আজ সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। অপর দিকে ফজলারের জামিন আবেদন করেন তার আইনজীবী।”

বিচারক জামিন নামঞ্জুর করে ২৭ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন বলে জানান তিনি।