ভারতে কারাভোগ শেষে বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বছর কারাভোগ শেষে বাংলাদেশি এক যুবককে ফেরত দিয়েছে বিএসএফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2017, 01:06 PM
Updated : 24 Dec 2017, 01:07 PM

রোববার পতাকা বৈঠকের মাধ্যমে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে তাকে বিজিবির কাছে ফেরত দেওয়া হয় বলে দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এসআই মাহবুবুর রহমান জানান।

ফেরত আসা ফরিদ ফকির (২৯) গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের আব্দুস সাত্তার ফকিরের ছেলে।

এসআই মাহবুবুর জানান, ২০১৬ সালের ২০ জানুয়ারি দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ফরিদ। এরপর বিএসএফ সদস্যরা তাকে আটক করে পুলিশে দেয়।

“অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।”

এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ শেখ মাহবুবুর রহমান, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেন, হাবিলদার হাবিব।

ভারতের পক্ষে ছিলেন গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পাসি কমান্ডার এসি ভগত সিং, চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা এসআই প্রধান সিং ও এসআই রাতুল কুমার প্রমুখ।