নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৭

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সাতজনকে আটক করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2017, 12:50 PM
Updated : 24 Dec 2017, 12:50 PM

রোববার কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনের সময় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের আটক করে বলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান জানান।

এ ঘটনায় উপজেলার ইনাতগঞ্জ ভূমি অফিসের তহশিলদার আব্দুল কাইয়ূম বাদী হয়ে একটি মামলা করেছেন।

আটকরা হলেন বরিশালের রাজাপুর গ্রামের জাহাঙ্গীর মিয়া (৫০), ঝালকাঠির নৈকাঠি গ্রামের সাখাওয়াত হোসেন (৪০), রাজাপুর গ্রামের সবুজ মিয়া (৩০), ব্রাহ্মণবাড়িয়ার অরুয়া গ্রামের রিপন মিয়া (৩৫), রতন মিয়া (৩০), মাইজগুন গ্রামের জুবেল মিয়া (৪০) ও পিরোজপুরের দুর্গাপুর গ্রামের রানা মিয়া (২৮)।

স্থানীয়রা জানায়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কুশিয়ারা ডাইক এবং বিবিয়ানা পাওয়ার প্লান্টের কাছে কুশিয়ারা নদী থেকে কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘ এক মাস ধরে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একাধিক লিখিত অভিযোগ দেয় এলাকাবাসী।

এরই প্রেক্ষিতে রোববার উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান ও সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সাত শ্রমিককে আটক করে বলে জানায় তারা।