সহায়ক সরকার বলে কিছু নেই: তোফায়েল

বর্তমান সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2017, 11:45 AM
Updated : 22 Dec 2017, 12:27 PM

শুক্রবার ভোলায় তিনি সাংবাদিকদের বলেন, সহায়ক সরকার বলে কিছু নেই , এই সরকারের অধীনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন হবে এবং বিএনপিকে সেই নির্বাচনে আসতে হবে। যদি তারা না আসে সেটা তাদের ব্যপার।

আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে করার দাবি জানিয়ে আসছে বিএনপি, যা বরাবরই প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, যে মুহূর্তে সকল মিডিয়া, আন্তর্জাতিক সংস্থাসহ সারা বাংলাদেশের মানুষ বলছে রংপুর সিটি করপোরেশনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। একমাত্র বিএনপিই বলেছে নির্বাচনে কারচুপি হয়েছে।

সব কিছুকে ভিন্ন চোখে দেখা বিএনপির একটা রোগ বলে মন্তব্য করেন তোফায়েল।

বেলা ১১টার দিকে ভোলা শহরের গাজিপুর রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।