ইঁদুর মারতে বিদ্যুতের ফাঁদ, চাচা-ভাতিজার মৃত্যু

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় ইঁদুর মারার ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2017, 05:46 AM
Updated : 22 Dec 2017, 05:48 AM

স্বরূপকাঠি থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন - ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. রেজাউল করিম (৩৫) ও তার ভাতিজা  নান্নু মিয়ার ছেলে মো. ফরিদ মিয়া (১০)।

বলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহীন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইঁদুর মারার জন্য ওই গ্রামের আব্দুস সত্তার তার ধানক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতে রেখেছিলেন।

“রাতে লোকেরা দলবেঁধে মাছ ধরার জন্য ক্ষেতে গেলে ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হন চাচা রেজাউল ও ভাতিজা ফরিদ। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিদর্শক শহিদুল ইসলাম।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।