সখীপুরে কলেজছাত্রীকে মারধরকারীর শাস্তি দাবি

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের দুই ছাত্রীকে মারধরকারী যুবকদের শাস্তির দাবিতে লাঠি মিছিল, অবরোধ ও মানববন্ধন করেছেন ওই কলেজের ছাত্রীরা।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 04:35 PM
Updated : 26 Dec 2017, 04:56 PM

বৃহস্পতিবার স্থানীয় তালতলা চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

লাঠি মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন সখীপুর আবাসিক মহিলা  কলেজের অধ্যক্ষ মো. রেনুবর রহমান, প্রভাষক আব্দুল আলীম, সখীপুর থানার ওসি মাকছুদুল আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, পৌর মেয়র আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের সহসভাপতি রফিক ই রাসেল, যুব লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদুার প্রমুখ।

বুধবার বিকালে রফিক রাজু ক্যাডেট স্কুলের সামনে মুখোশ পরা তিন যুবক সখীপুর আবাসিক মহিলা কলেজের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাসের দুই ছাত্রীকে পিটিয়ে জখম করে।

এ ঘটনায় বুধবার বিকালে পাঁচ জনকে আসামি করে মামলা করেন ওই কলেজের সহকারী অধ্যাপক লালন তালুকদার।

পুলিশ ওই রাতেই মামলার পাঁচ আসামি মনোয়ার হোসেন অন্তর (২২), জাহিদুল ইসলাম আগুন (২০), শাকিব আল হাসান (২০), সিয়াম (১৮) ও কাব্যকে (১৮) গ্রেপ্তার করে।

সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) মো. আশরাফ-উল- ইসলাম জানান, গ্রেপ্তারদের বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেছে পুলিশ।

সখীপুর থানার ওসি মাকছুদুল আলম জানান, বুধবার বিকালে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাস থেকে অটোভ্যানযোগে সখীপুর বাজারে যাচ্ছিলেন দুই ছাত্রী। পথে রফিক রাজু ক্যাডেট স্কুলের সামনে মুখোশ পরা তিন বখাটে তাদের গতিরোধ করে। পরে ভ্যান থেকে তাদের নামিয়ে রড দিয়ে পেটাতে থাকে।

ওসি বলেন, এক পর্যায়ে ওই দুই ছাত্রী মাটিতে লুটিয়ে পড়লেও বখাটেরা তাদের পেটাতে থাকে। এক পর্যায়ে দুই ছাত্রীকে ধর্ষণ ও তুলে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় তাদের চিৎকারে স্থানীয় ফাহাদ ট্রেডার্সের মালিক আলী হোসেন তালুকদার এগিয়ে গেলে বখাটেরা তাকেও মারপিট করে। পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়।