শাবিতে অপেক্ষমান তালিকার ভর্তি শুরু ২৬ ডিসেম্বর

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হবে ২৬ ডিসেম্বর।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 03:49 PM
Updated : 21 Dec 2017, 03:49 PM

বৃহস্পতিবার ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক মুহিবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে একথা জানান।

অপেক্ষমান তালিকা থেকে যাদের ডাকা হয়েছে টেকনিক্যাল কমিটি তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দিয়েছে বলে জানান তিনি।

গত ১৮ নভেম্বর শাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । ১১ ডিসেম্বর মেধা তালিকায় উত্তীর্ণদের মধ্য থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়।

‘বি’ ইউনিটের ‘বি-১’ ও ‘বি-২’ উপ-ইউনিটের মোট আসন ৯৮০টি। এর বিপরীতে মেধা তালিকা থেকে ভর্তি শেষে ৪৯০টি আাসন শূন্য রয়েছে। আর ‘এ’ ইউনিটের বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক তিনটি শাখায় মোট ৬১৩টি আসনের বিপরীতে ভর্তি শেষে ১৬৭টি আসন শূন্য রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অপেক্ষমাণ তালিকার কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি এবং ভর্তিচ্ছুদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রের ২টি করে সত্যায়িত ফটোকপি সঙ্গে আনার কথা বলা হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.sust.edu/admission) এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।