খুলনা শিশু ফাউন্ডেশনের নির্বাচন বাতিল, ভাংচুরের ঘটনায় মামলা

ভোট গণনায় সময় হামলা, ভাংচুর ও ব্যালট ছিনতাইয়ের পর খুলনা শিশু ফাউন্ডেশনের নির্বাচন বাতিল করা হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 01:17 PM
Updated : 21 Dec 2017, 01:17 PM

বৃহস্পতিবার নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে বলে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আমিন উল আহসান জানান।

সেইসঙ্গে ভোট গণনার সময় খুলনা জেলা স্টেডিয়ামে ভাংচুরের ঘটনায় মামলা ছাড়াও ক্ষয়ক্ষতি নিরূপণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

খুলনা থানার ওসি এম এম মিজানুর রহমান জানান, বুধবার রাতে প্রিজাইডিং অফিসার ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয়ের ১০০ জনকে আসামি করা হয়েছে।

তাছাড়া স্টেডিয়াম ভাংচুরের ঘটনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান বাদী হয়ে আরেকটি অভিযোগ দাখিল করেন। সেটি সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হয়েছে বলে জানান ওসি। 

মঙ্গলবার রাতে ভোট গণনার সময় খুলনা জেলা স্টেডিয়ামে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় স্টেডিয়ামের অধিকাংশ জানালা-দরজার কাচ ও চেয়ার ভাংচুর ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। হামলার পর ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম।