গাংনীতে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে এক ইউনিয়ন পরিষদ সদস্য ও তার দুই সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 08:34 AM
Updated : 21 Dec 2017, 08:34 AM

এরা হলেন গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন হোসেন (৩৪) এবং কাজীপুর গ্রামের জালাল আহম্মেদ (৪০) ও লিটন হোসেন (২৫)।  

মিলন চরগোয়াল গ্রামের ফুলচাঁদ মাস্টারের ছেলে ও স্থানীয় আওয়ামীলীগ নেতা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চরগোয়াল গ্রাম ও কাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান জানান।

তিনি বলেন, অস্ত্র ও মাদকসহ মিলন তার বাড়িতে অবস্থান করছেন গোপনে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে বিদেশী পিস্তুল, তিন রাউন্ড গুলি ও ইয়াবাসহ মিলন ও তার সহযোগী লিটনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যে পুলিশ কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে জালালকে পাঁচ বোতল ফেন্সিডিলসহ আটক করে বলে ওসি জানান।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।