নিজের ফাউন্ডেশনের জন্য রংপুর রাইডার্স থেকে অ্যাম্বুলেন্স নিলেন মাশরাফি

নিজের নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জন্য ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছ থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, যা জেলার সুবিধা বঞ্চিত রোগীরা ব্যবহার করবেন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2017, 12:18 PM
Updated : 20 Dec 2017, 12:18 PM

বুধবার সকালে অ্যাম্বুলেন্সটি নড়াইল পৌঁছায়। এরআগে মঙ্গলবার ঢাকায় অ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা তরিকুল ইসলাম অনিক।

তিনি বলেন, নড়াইলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাশরাফির নেতৃত্বে এ বছরের সেপ্টেম্বরে ‘নড়াইল এক্সপ্রেস’ নামে একটি ফাউন্ডেশন গঠন করা হয়। এবারের বিপিএল শুরুর আগে রংপুর রাইডার্সের দলের অধিনায়ক মাশরাফি মালিকপক্ষের কাছে একটি অ্যাম্বুলেন্স চান।

“মঙ্গলবার রংপুর রাইডার্সের মালিকপক্ষ বসুন্ধরা গ্রুপ অ্যাম্বুলেন্সটি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কাছে তুলে দেয়। অ্যাম্বুলেন্সটি এখন নড়াইলে।”

জেলার সুবিধাবঞ্চিত রোগীরা সরাসরি অ্যাম্বুলেন্সটি ব্যবহার করবেন বলে জানান তিনি।

ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক র্মীজা নজরুল ইসলাম বলেন, “স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি, বিভিন্ন স্কুলে নৈতিকতা ও মানবিক শিক্ষার প্রচলন, খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণসহ বিনোদন বান্ধব শহর করার লক্ষ্যে কাজ করছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি মাশরাফি।