গোপালগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে আসামি গুলিবিদ্ধ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গ্রেপ্তারের পর এক আসামি কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2017, 09:35 AM
Updated : 20 Dec 2017, 09:35 AM

কাশিয়ানী থানার ওসি এ কে এম আলী নূর হোসেন জানান, মঙ্গলবার রাতে চাপ্তা এলাকার বালুর মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সনেট মিয়া ওরফে পিস্তল সনেট (৩০) উপজেলার সন্ধ্যাবাজার এলাকার শহীদ মিয়ার ছেলে।

ওসি আলী নূর বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে সন্ধ্যাবাজার এলাকা থেকে সনেটকে আটক করা হয়। রাত সোয়া ১টার দিকে তাকে নিয়ে উপজেলার চাপ্তা এলাকার বালুর মাঠে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ।

“সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে গুলি করে। পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় সনেটের ডান পায়ে গুলি লাগে।”

তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, অপহরণ, মাদক ও অস্ত্র বিক্রি, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করেছে বলে তিনি জানান।