এমপি মোস্তাফাকে সুন্দরগঞ্জে দাফন

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ গ্রামে দাফন করা হয়েছে সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদকে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2017, 01:38 PM
Updated : 19 Dec 2017, 01:38 PM

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফারাজিপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এক মাস আগে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান।

দুপুরে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তার মরদেহ গাইবান্ধা নেওয়া হয়। সেখান থেকে সড়ক পথে তার গ্রামের বাড়ি ফারাজিপাড়ায় নেওয়া হয়। সেখানে মাগরিবের নামাজের পর চণ্ডিপুর ফুটবল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সুন্দরগঞ্জ পৌর মেয়র আবদুল্লাহ আল মামুন জানান, গত ১৮ নভেম্বর সুন্দরগঞ্জ থেকে মাইক্রোবাসে করে ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় বাসের সঙ্গে সংঘর্ষে আহত হন গোলাম মোস্তফা ও তার গাড়ির চালকসহ চারজন।মোস্তফা মাথায় গুরুতর আঘাত পাওয়ায় রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।

সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন খুন হওয়া পর গত ২২ মার্চ উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গোলাম মোস্তফা আহমেদ নির্বাচিত হন।