পাটুরিয়ায় ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2017, 02:46 AM
Updated : 19 Dec 2017, 02:46 AM

দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় সোমবার রাত সাড়ে ৮টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদীতে আটকা পড়ে যানবাহনসহ সাতটি ফেরি।

“রাত ১২টায় কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল শুরু হয়। নদীতে আটকে পড়া ফেরিগুলো ঘাটে ফিরে আসে। এখন ১৬টি ফেরি চলাচল করছে। ঘাটে আটকা পড়া যানগুলো পার করা হয়েছে।”

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি। শীত মৌসুমে এসব নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হয়।