নারায়ণগঞ্জে ৬ মন্দিরে প্রতিমা ভাংচুর, মামলা

নারায়ণগঞ্জের বন্দরে ছয়টি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 05:32 PM
Updated : 18 Dec 2017, 05:33 PM

বন্দর থানার ওসি আবুল কালাম জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির সদস্য শিখন সরকার শিপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তিনি বলেন, “লাঙ্গলবন্দে টিনের ঘেরাও দিয়ে তৈরি ছোট ছোট ছয়টি মন্দিরের ১২টি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে শনি ও রোববার যে কোনো সময়।

ভাংচুরে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি আবুল।

মামলার বাদী শিখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকাল ৪টার দিকে লাঙ্গলবন্দ রক্ষাকালি ও বিগ্রহ মন্দিরের কালি প্রতিমা এবং রোববার রাতে কাল ভৈরব মন্দির, শীতলা মন্দিরসহ ছয়টি মন্দিরে ১২টি প্রতিমা ভাঙা পান স্থানীয়রা।

পরে স্নান উদযাপন কমিটির অন্য সদস্যদের সঙ্গে কথা বলে থানায় মামরা করা হয়েছে বলে জানান তিনি।