যশোরে ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 11:56 AM
Updated : 16 Dec 2017, 12:36 PM

শনিবার ঝিকরগাছা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে বলে ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান।

এ ঘটনার পর যশোর-বেনাপোল সড়ক দেড় ঘণ্টা অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।

নিহত মিলন হোসেন (২৬) উপজেলার কাটাখালী এলাকার আলম হোসেনের ছেলে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।

ওসি মাসুদ জানান, দুপুরে উপজেলা বাজার থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন মিলন। মন্দিরের সামনে পৌঁছলে প্রতিপক্ষের তিন যুবক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

“সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

একই সংগঠনের তিন যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বলেন ওসি।

তিনি জানান, এ ঘটনার পর বেলা সাড়ে ৩টার পর থেকে ৫টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা ঝিকরগাছা বাজারে অবস্থান নিয়ে যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে রাখে।

পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবীর মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ কর্মকর্তারা অবরোধকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেন।

জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, পেটে ছুরির আঘাতে নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। তার পিঠেও একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।