উলিপুরে অটোরিকশা খাদে পড়ে ৮ মুক্তিযোদ্ধা আহত

কুড়িগ্রামের উলিপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে অটোরিকশা খাদে পড়ে আট মুক্তিযোদ্ধা ও অটোরিকশা চালক আহত হয়েছেন। 

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 10:06 AM
Updated : 16 Dec 2017, 10:06 AM

শনিবার দুর্গাপুরে বেইলিব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উলিপুর থানার ওসি আবু আল সাঈদ জানান।

এরা হলেন দুর্গাপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মশিউর রহমান (৬২), আব্দুল জব্বার (৬৮), রোস্তম আলী (৭০), সাইফুর রহমান বকসী (৬৪), ওসমান গণি (৬৫), আবু ইউসুফ সরকার (৭০), আব্দুস সাত্তার (৬৭), আব্দুর রহিম (৫৫) এবং অটোরিকশা চালক আব্দুর রশীদ (২৭)।

এদের মধ্যে মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাঁচ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আবু আল সাঈদ বলেন, সকালে উলিপুরের পাঁচপীর মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলনের পর অটোরিকসাযোগে উলিপুরের বিজয় দিবসের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা।

“দুর্গাপুরে বেইলিব্রিজ এলাকায় পৌঁছলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহিনুর রহমান বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থঅ গুরুতর। তাকে রংপুর মেডিকেল কলে হাসপাতালে পাঠানো হয়েছে।