রাজশাহীতে যুবলীগ কর্মীকে পেটাল যুবদল

রাজশাহীর পুঠিয়ায় যুবলীগের তিনজনকে পিটিয়ে জখম করেছে যুবদলের নেতাকর্মীরা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 03:34 PM
Updated : 15 Dec 2017, 03:36 PM

শুক্রবার উপজেলার বেলপুকুর ইউনিয়নের কামার ধাদাস গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা যুবলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান বিজয়।

আহত কামার ধাদাস গ্রামের বাসিন্দা শাহীন (৩৫), সজিব (২০) ও বাবলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

যুবলীগ নেতা ওবায়দুর বলেন, বিজয় দিবস উপলক্ষে বেলপুকুর ইউনিয়ন যুবলীগের তিন কর্মী বিকাল ৪টার দিকে কামার ধাদাস গ্রামে পোস্টার লাগানোর কাজ করছিলেন। 

“এ নিয়ে আমার কর্মীদের সঙ্গে যুবদল কর্মীদের কথা কাটাকাটি হয়। পরে বেলপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের নেতৃত্ব ১০/১২ জন এসে যুবলীগ কর্মীদের পিটিয়ে জখম করে এবং পোস্টার ছিঁড়ে চলে যায়।”

পুঠিয়া থানার এসআই বজলুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হামলার কথা স্বীকার বলে যুবদল নেতা মমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি সামাজিক বিষয় নিয়ে তাদের সঙ্গে আমার বিরোধ ছিল। এ থেকে হামলার ঘটনা ঘটেছে।”