জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

‘১৫ কোটি টাকার চিনি অবিক্রিত রেখে’ নতুন করে আখ মাড়াই শুরু করেছে জয়পুরহাট চিনিকল।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 12:29 PM
Updated : 15 Dec 2017, 12:29 PM

শুক্রবার বিকাল থেকে ২০১৭-২০১৮ মাড়াই মৌসুমের আখ মাড়াই শুরু হয়। আখ চাষি আওয়ামী লীগ নেতা আব্বাস আলী মণ্ডল মাড়াই কাজের উদ্বোধন করেন।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল বলেন, ২০১৭-২০১৮ মাড়াই মৌসুমে ৬৫ হাজার মেট্রিকটন আখ মাড়াই করা হবে। এবার চার হাজার ৮৫০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  

গেল মৌসুমে ৩ হাজার ৯১৮ মেট্রিকটন চিনি উৎপাদন করা হয়েছিল। যার মধ্যে বর্তমানে দুই হাজার পাঁচশ মেট্রিক টন চিনি অবিক্রিত রয়েছে। যার বাজার বর্তমান বাজার মূল্য ১৫ কোটি টাকা বলে জানান তিনি

মোস্তাফা কামাল আরও বলেন, এবার আখ মাড়াই মৌসুমে জয়পুরহাট চিনিকলের অধীনে ১০টি সাব-জোনে ৭১টি আখ ক্রয় কেন্দ্রে আখ কেনা হবে।

মাড়াই মৌসুম উপলক্ষে প্রতিবারের মত চিনিকল চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামালের সভাপতিত্বে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু, সদর উপজেলা চেয়্যারমান ফজলু রহমান প্রমুখ বক্তব্য রাখেন।