পুলিশের বাধায় পুঠিয়ায় বিএনপির সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড

রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির নতুন সভাপতির সংবর্ধনা অনুষ্ঠান পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 10:50 AM
Updated : 15 Dec 2017, 10:50 AM

শুক্রবার বিকালে উপজেলার বানেশ্বর কলেজ গেটে এ সংবর্ধনার আয়োজন করে স্থানীয় বিএনপি।

বৃহস্পতিবার বিএনপির নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি আমিনুল হক সিদ্দিকি মিন্টু, আর সাধারণ সম্পাদক হয়েছেন আল-মামুন খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বানেশ্বর কলেজ গেটে নতুন সভাপতিকে সংবর্ধনার আয়োজন করে বানেশ্বর ইউনিয়ন বিএনপি। এ সময় নতুন সভাপতি আমিনুল হক সিদ্দিকি রাজশাহী থেকে বানেশ্বরে পৌঁছে কলেজ গেটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

নবনির্বাচিত সভাপতি আমিনুল হক সিদ্দিকি মিন্টু বলেন, নেতাকর্মীরা শ্লোগান দিয়ে সভাপতিকে স্বাগত জানাতে মহাসড়কের উপর উঠলে পুলিশ বাধা দেয়। এ পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

“কোনো উসকানি ছাড়া শন্তিপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ বাধা দিয়েছে; যা দুঃখ্যজনক।”

পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান বলেন, মহাসড়ক ছেড়ে তাদের কলেজ চত্বরের ভিতরে সংবর্ধনার আয়োজন করতে বলা হয়েছিল। কিন্তু তারা তা শোনেননি। নেতাকর্মীরা মহাসড়কের উপর চলে যান।

“তাদের সরিয়ে দিতে গেল তারা পুলিশের উপর চড়াও হয়। এ সময় তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়।”