মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর শোক

প্রবীণ আওয়ামী লীগ নেতা চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 06:32 AM
Updated : 15 Dec 2017, 06:32 AM

শুক্রবার এক শোকবার্তায় তিনি মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে মারা যান মহিউদ্দিন চৌধুরী। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

একাত্তরের এই মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি করপোরেশেনের মেয়র ছিলেন ১৬ বছর। মৃত্যু পর্যন্ত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি।

শোক বার্তায় মন্ত্রী মোজাম্মেল বলেন, তার মৃত্যুতে চট্টগ্রামবাসী তথা বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ সৈনিককে হারাল। বংলাদেশের রাজনীতির ইতিহাসে মহিউদ্দীন চৌধুরীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ পৃথক বার্তায় মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

হৃদরোগ ও কিডনি জটিলতায় আক্রান্ত মহিউদ্দিনকে গত মাসে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানো হয়। অবস্থার একটু উন্নতি হলে ঢাকা থেকে দুদিন আগে তাকে নেওয়া হয় চট্টগ্রামে। কিন্তু সেই উন্নতি স্থায়ী হয়নি।

বৃহস্পতিবার দুপুরে কিডনি ডায়ালাইসিসের জন্য মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে নেওয়া হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী জানান।

রাত ৩টার পর তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।