জয়পুরহাটে নবান্ন উৎসবে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৮

জয়পুরহাটে কালাইয়ে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিশুসহ অন্তত আট জন আহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 12:55 PM
Updated : 14 Dec 2017, 12:55 PM

কালাই থানার ওসি নূরুজ্জামান চৌধূরী জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন উপজেলার কুজাইল গ্রামের আজিজুল ইসলাম (৪০), করিমপুরের রবিউল ইসলাম (২৯), তার ছেলে তফিকুল ইসলাম (৮), আওড়ার স্বাধীন হোসেন (১৪), বালাইটের সাখাওয়াত হোসেন সাকা (৩০), হাজীপুরের বেলুন বিক্রেতা দুলু মিয়া (৫০)। অজ্ঞাত পরিচয় আছেন আরও অন্তত দুই জন।

এদের মধ্যে তিন জনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করানো হয় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।  

কালাই থানার ওসি নূরুজ্জামান চৌধূরী বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, প্রতি বছরের মতো এবছরেও করিমপুর গ্রামে চিশতিয়া তরিকার পীর ভক্তদের আয়োজনে নবান্ন উৎসব অনুষ্ঠিত হচ্ছিল।

তিনি জানান, এই উৎসবকে ঘিরে বৃহস্পতিবার এখানে গ্রামীণ মেলাও বসে। উৎসব ও মেলা দেখতে আশপাশের গ্রাম থেকে এখানে সমবেত হয় বিভিন্ন বয়সের হাজার হাজার শিশু, নারী ও পুরুষ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, মেলায় শিশুদের বেলুনে গ্যাস ঢোকানোর সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়।