ঠাকুরগাঁওয়ে সংঘর্ষে চাচা নিহত, ভাতিজা আহত

ঠাকুরগাঁও সদরে ধান কাটা নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন তার ভাতিজা।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 09:23 AM
Updated : 14 Dec 2017, 09:23 AM

বৃহস্পতিবার উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর থানার এসআই চন্দন কুমার ঘোষ জানান।

নিহত আব্দুল কাদের (৩৫) তেলিপাড়া গ্রামের প্রয়াত ইব্রাহিমের ছেলে।

আহত সোহেল রানাকে (১৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই চন্দন কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে তেলিপাড়া গ্রামের ৮৭ শতক জমি নিয়ে সামসুল হকের সঙ্গে তার চাচাত ভাই শহীদ আলীর বিরোধ চলছিল।

এসআই চন্দন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সামসুল হক ওই জমিতে তার রোপন করা ধান কাটতে গেলে শহীদ আলীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

“এ সময় বাধা দিতে গেলে শহীদ আলীসহ তার লোকজন ধারালো ছোড়া ও বল্লম দিয়ে সামসুল হকের ছেলে সোহেল রানা ও ছোট ভাই আব্দুল কাদেরকে কুপিয়ে জখম করে।”

এসআই চন্দন বলেন, পরে স্থানীয়রা আহত আব্দুল কাদের ও সোহেল রানাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে আব্দুল কাদের মারা যান।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই চন্দন কুমার ঘোষ।