পাবনা-ঈশ্বরদী পরীক্ষামূলক ট্রেন চালু

পাবনা থেকে ঈশ্বরদীর মাঝগ্রাম পর্যন্ত ২৫ কিলোমিটারে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 09:15 AM
Updated : 14 Dec 2017, 09:18 AM

মাঝগ্রাম স্টেশন থেকে একটি ট্রেন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে বেলা সাড়ে ১১টায় পাবনা স্টেশনে পৌঁছায়। বেলা ১২টায় ট্রেনটি পাবনা থেকে ছেড়ে আবার মাঝগ্রাম যায়।

রেলওয়েও পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল বলেন, ঈশ্বরদী থেকে পাবনা স্টেশন পর্যন্ত ২৫ কিলোমিটার রেললাইনের কাজ শেষ হওয়ায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

“এ মাসের শেষের দিকে নিয়মিত চলাচল করবে। এখনও দিন ঠিক হয়নি।”

এছাড়া পাবনা থেকে ঢালারচর পর্যন্ত আরও ৫৩ কিলোমিটার রেল নির্মাণকাজ আগামী বছরের সেপ্টেম্বর শেষ হবে বলে তিনি জানান।

রেলওয়ের পাকশি বিভাগীয় প্রকৌশলী ২ আসাদুল হক বলেন, চলতি বছরের শেষে পাবনার সঙ্গে রাজশাহীর ও আগামী বছরের শুরুতে পাবনার সঙ্গে ঢাকারও রেল যোগাযোগ শুরু হবে।

২০১০ সালের ৫ অক্টোবর একনেক বৈঠকে পাবনায় রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে প্রায় ৯৮৩ টাকা বরাদ্দ দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, পরে এর ব্যায় বেড়ে ১৬২৯ কোটি টাকায় দাঁড়ায়।

২০১৩ সালের ২ ফেব্রুয়ারি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেল প্রকল্প উদ্বোধন করেন।