গাজীপুরে ডাকাতির অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক বাড়িতে ডাকাতি ও আরেক বাড়িতে ডাকাতিচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 07:10 AM
Updated : 14 Dec 2017, 07:10 AM

কালীগঞ্জ থানার এসআই মো. নামজুল হক জানান, উপজেলার ছৈলাদী গ্রাম ও কলাপাটুয়া গ্রামে বুধবার রাতে এসব ঘটনা ঘটে বলে পুলিশ অভিযোগ পেয়েছে।

ছৈলাদী গ্রামের গিয়াস উদ্দিন শেখের ছেলে আলমগীর হোসেন বলেন, রাতে বাড়িতে শুধু তার মা ও এক বোন ছিলেন। তিনি সপরিবার গাজীপুর শহরে থাকেন।

“রাত সাড়ে ৩টার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত কলাপসিপল গেইটের দুটি তালা ভেঙে মা ও বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। তারা মায়ের কাছ থেকে চাবি নিয়ে দুই লাখ ৫৩ হাজার টাকা, ১০-১১ ভরি সোনার গয়না ও দামি কাপড়চোপড় নিয়ে যায়।”

মালয়েশিয়া যাওয়ার জন্য তিনি এই টাকা সংগ্রহ করে ঘরে রেখেছিলেন জানিয়ে বলেন, শনিবার তার টাকা জমা দেওয়ার কথা ছিল।

একই রাতে ছৈলাদী গ্রামের পাশের কলাপাটুয়া গ্রামে ডাকাতির চেষ্টা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক বলেন, ডাকাতরা কলাপাটুয়া গ্রামের আলফাজ উদ্দিন খরাদীর বাড়িতে ডাকাতি চেষ্টা করে। বাড়ির লোকজন বাধা দেওয়ায় তারা আলফাজকে হাতুড়িপেটা করে। তারপর কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে তিনি জানান।

এ বিষয়ে এসআই নামজুল বলেন, ডাকাতির অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত শুরু করেছেন।