সাজছে জাতীয় স্মৃতিসৌধ

মহান বিজয় দিবস উপলক্ষে ধুয়েমুছে সাজানো হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ; নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 04:12 AM
Updated : 14 Dec 2017, 04:12 AM

বুধবার সরেজমিনে দেখা গেছে, গণপূর্ত বিভাগের লোকজন ফুলের পরিচর্যা ও ধোয়ামোছার পাশাপাশি টব দিয়ে সাজিয়ে তুলছেন গোটা এলাকা।

গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ষোলোই ডিসেম্বর দিনটি সামনে রেখে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার সব কাজ শেষ। এখন লেকের পানি পরিষ্কার করার জন্য ব্লিচিং পাওডার দেয়া হচ্ছে।

“আর আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত ২৬টি এলইডি বসানো হবে। সেখানে ১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে বিভিন্ন প্রামাণ্য চিত্র দেখানো হবে।”

এ বছর এসব বাবদ ১৫ লাখ টাকা খরচ হবে বলে তিনি জানান।

দিনটির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এ জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনারের মহড়া শেষ হয়েছে জানিয়ে প্রকৌশলী মিজানুর বলেন, এ বছর অন্যান্য বছরের তুলনায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌধ এলাকায় নিরাপত্তা চৌকি ও পর্যবেক্ষণ টাওয়ারসহ বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

স্মৃতিসৌধর আশপাশেও নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে বলে তিনি জানান।

ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়নোসহ নিরাপত্তার স্বার্থে সৌধের আশপাশের চলাচলকারীদের তল্লাশিরও ব্যবস্থা নেওয়া হয়েছে। সাভার থানার কন্ট্রোল রুমে বসে সিসিটিভি ক্যামেরায় সব পর্যবেক্ষণ করা হবে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সবার জন্য খুলে দেওয়া হবে বলে তিনি জানান।